শনিবার, ১৭ জুলাই, ২০১০

ড্রাম সীডারের সাহায্য কাদাময় জমিতে সরাসরি বপন পদ্ধতিতে ধান চাষ

ড্রাম সীডারের সাহায্য কাদাময় জমিতে সরাসরি বপন পদ্ধতিতে ধান চাষ

প্রযুক্তিগত অগ্রগতি ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে ধান উৎপাদন পদ্ধতিতেও পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। একদিকে যেমন শিল্পের ক্রমবিকাশের ফলে দিন দিন কৃষি খাতের জনশক্তি অকৃষি খাতে স্থানান্তরিত হচ্ছে অন্যদিকে উচ্চ ফলনশীল ধানের আবাদ ক্রমশ: বৃদ্ধি পাওয়ার ধান চাষে শ্রমিক স্বল্পতা দেখা দিচ্ছে। ফলশ্রুতিতে উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বোরো মৌসুমে আগাম বন্যা ও নাবী আমনে খরা ইত্যাদি কারণে ধানের ফলনও অনেক ক্ষেত্রে কমে যায়। এমতাবস্থায়, কাদাময় জমিতে ড্রাম সীডার দিয়ে সরাসরি বীজ বপন ধান চাষের একটি খরচ সাশ্রয়ী ও বিকল্প প্রযুক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন