শনিবার, ১৭ জুলাই, ২০১০

পাটের কৃষি-অর্থনীতি, পাট চাষের চালচিত্র ও আমাদের কৃষক

আমাদের জাতীয় অর্থনীতিতে পাটের অবদান অপরিসীম। স্বাধীনতার সূচনা আগ্রণী নিয়ামক হিসেবে এ কৃষি পণ্যটির সবচেয়ে বেশি ভূমিকা ছিলো। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অর্থনীতিতে আলোচনার ক্ষেত্রে যতটা প্রাধান্য পেয়েছে পাট শিল্প সংশ্লিষ্ট বিষয়, সে তুলনায় কৃষি হিসেবে পাটের বিষয়টি বরাবরই থেকে আলোচনার নীচের দিকে। পাট চাষ ও পাট চাষের সঙ্গে কৃষক এবং গ্রাম অর্থনীতিতে তথা কৃষি অর্থনীতিতে এর প্রভাব কখনোই সেভাবে অগ্রাধিকার পায়নি, যদিও কৃষি অর্থনীতির আলোচনায় এ খাতটি হওয়া উচিত ছিলো আমাদের প্রধানতম আলোচ্য বিষয়। কেননা দীর্ঘ কয়েক দশকের অবনতিশীল অবস্থা কাটিয়ে পাট এখন বিশ্ববাজারে আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। সারাবিশ্বেই বাড়ছে পাট ও পাটজাত পণ্যের চাহিদা। সম্ভাবনা সৃষ্টি হচ্ছে নতুন করে পাটের সেই হারানো ঐতিহ্য ও বিপুল অর্থনৈতিক শক্তি ফিরে পাওয়ার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন